ফিলিস্তিনে ঐ চেয়ে দেখো কাঁদছে মানুষ ভাসছে লাশ,
ইসরায়েলি হায়না থাবায় খাচ্ছে কেড়ে মুখের গ্রাস।
আমার জমি বাপদাদার ঐ ভিটেয় দিয়ে থাকতে রাত,
পরগাছা ঐ ইসরায়েলি সুযোগ পেয়েই - ঘর বেহাত!
দুধের শিশু মরে দেখো ঐ মায়ের কোলেই আচমকা,
ইহুদি জাতি ইসরায়েলের প্রতিচ্ছবি আজ চকমকা।
নাই দিন কোনো যেদিন হয়না বিক্রি কাফন-গোলাপজল
ইসরায়েলের খুন পিপাসা বাড়ছে ক্রমেই জিভের জল।
পাঁচ নহে আজ ছয় ওয়াক্ত নামাজ পড়ে ফিলিস্তিন,
ফজর থেকে ইশা ছাড়াও - জানাযা হয় রাত্রি দিন।
কাঁদে দেখো ঐ আকাশ বাতাশ মেঘও কাঁদছে সেই সাথে,
রক্তে জমিন সাগর হলো আজ তবু মুমিন ঘরে রয় বসে।
কান পেতে শোনো বাজিছে দামামা চেয়ে দেখ ঐ আল আকসায়,
ভোর হতে রাত বোমার শব্দে মুসলমান আজ দিন কাটায়।
তেজস্বী ঐ ওমর,খালিদের শিক্ষা নাও - হে যুবক দল,
মরবো নয়তো মারবো ওদের ভাংবো সকল বেড়ী শিকল।
আসছে ছুটে থাকিস তোরা তৈরী রাখিস পিঠ দেয়াল,
খোদার ছুরি কাটবে তোদের জল করিবে হাল-বেহাল।