মাটিঃ দেশতো স্বাধীন হয়েছে সেই বাহান্ন বছর আগে।এখনো আমার গায়ে শহিদের রক্ত ঝরছে! তাহলে কি দেশ এখনো স্বাধীন হয়নি?

রক্তঃ জ্বি না। আমি আজন্ম কালের দায়িত্ব পেয়েছি ঝড়ে যাওয়ার। প্রজন্ম থেকে প্রজন্মে। তুমি চুপ থাকো।
আমাকে ঝরতে দাও।ভুলেও প্রতিবাদ করতে এসোনা।নয়তো আমার মতো অধিকার হারিয়ে  ঠাই পাবে শশাণে।পোড়া ইট হয়ে সেঁটে যাবে বাথরুম , গণশৌচাগারে।




উৎসর্গঃ কোটা আন্দোলনের শহীদ ভাইবোনদের।


০১)০৮(২০২৪ খ্রীষ্টাব্দ