হায়না জাতির - শৃঙ্খল বেড়ীর
ভেঙ্গে ফেলে যতো তালা,
সুদিন আনিলো - মুক্ত করিলো
পুড়ায়ে শত জ্বালা।
ক্রমে সাতচল্লিশ - বায়ান্ন উনসত্তর
একাত্তর অবশেষে,
দিন রাত কাটি - শয়নে মাটি
ফিরলো বীরের বেশে।
একে একে কতো - শত্রুদের ক্ষতো
পাতিয়া নিয়াছে বুক,
হারে নাই তবু - ডরে নাই কভু,
ছিনিয়া আনিলো সুখ।
সেই সুখ আজ - পায় বড় লাজ
জড়িয়েছে সাদা কাফন,
আইন মোটা দাগে - ধনী দের ভাগে,
গরীব পায়না দাফন।
টাকার যাদুতে - সাদা হতে থাকে
কালো টাকা কালো আইন,
ফুটপাতে দেখো - ক্ষুধার্ত হাজারো
টি.সি.বি ট্রাকে ঐ চেয়ে দেখো মধ্যবিত্তের লাইন।
স্বাধীনতা তুমি - ধনী দের চুমী
ফুলে ফেঁপে ওঠা ব্যাংক,
মূল্যস্ফীতির দাবানলে পুড়ে - অঙ্গার করো ধরনী খুঁড়ে
গরীবের ললাটে বরাদ্দ রেখেছো - বুলেট বোমা ট্যাংক।