সকালের শিশির ভেজা কুয়াশায় দেখেছি
মনের রাজকুমারী,
তোমাকে দেখতে মনের ভোরে খুঁজি
হে! আড়ালের প্রণয়ী।
ভোরের আলোয় চোখের ঘুম কাটে
সূর্যের উকিতে,
সকালের চা'য়ে দুধে চিনি মিশতে
যেন! ভাবনা তোমাতে।
দুপুরের ক্লান্তি শেষে মনে পড়া
অসীম ভালোবাসা,
হটাৎ করেই যেন থমকে হাওয়া
বাঁধে নিরবতা।
খাবার খেতে মনে পরে তোমায়
লোকমার ছলে,
খাওয়া শেষে তৃপ্তি মিলে চিন্তায়
আঁধারের আড়ালে।
বিকেলে মেঘ মাখা আকাশে
ছিলে নাহ তুমি,
মন খারাপ করে পুকুর পাড়ে
অপেক্ষায় আমি।
মেঘ গুলো করছিলো বড্ড
লুকোচুরি মনের আকাশে,
তোমার ভেজা চুলের গন্ধ বইছে
ক্ষণিকের বাতাসে।
সন্ধ্যা নেমে আসবে মেঘের ভেলায়
অপেক্ষা বর্ষণের,
ফিরবো বাড়ি তবে তোমারই আশায়
বিষন্নতা আধারের।
আঁধারের তামাশায় ঘেরা এই প্রেম
আটকে স্বপন,
ভালোবাসায় কেটে যায় রজনী মোর
মনেরই অজ্ঞাপন।
উৎসর্গ টি. আহমেদ
..............২৯/০৭/২০২০.............