আমার প্রতি তোমার নাহ বলা অধিকার,
বুঝে নেয়া তোমার ভালোবাসার অঙ্ঘিকার।
তোমার অধিকার যেনো থাকে আমার প্রতি,
উদ্বাহের আগে মনমত করতে যা তুমি।
আমার প্রতি অধিকার তোমার
নয় যেনো কোনো প্রতিজ্ঞায়,
থাকতে যেনো চাই শান্তিতে,
তোমার গড়া স্বপ্নের বসুন্ধরায়।
আমার অধিকার যে সব খারাপ তা কিন্তু নয়,
ভালোবাসার অধিকার আবেগী নয় সুহৃদ হয়।
স্নেহে ঘেরা তোমার ভালোবাসা,
চাওয়া পাওয়া তোমারই আচলে গাঁথা।
অধিকার এর নামে দিবো না ফাঁকি,
আমার মায়ার জালে জড়ানো বাকি।
আমার চাওয়া পাওয়া নয় কোনো পাতক,
আমার অধিকারও নেই তেমন কোনো গলদ।
অধিকার এর খেলায় হারাতে চাই নাহ তোমায়,
অর্ধাঙ্গিনী আমার ঘেরা ভালোবাসার উষ্ণতায়।
অধিকার নিয়ে মন কে জোর করো নাহ তুমি,
জানি পারবে অতলে গড়তে এক প্রসূন সীমন্তনী।