আচ্ছা সময় কি কিনা যায়
তাহলে আমি একটু অতীত কিনে রাখতাম
যে অতীতের সময়ে তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ছিলাম
কিন্তু আফসোস সেই সময় কিনার সাধ্য আমার নেই,
আচ্ছা সময় কিনে কি আমি অতীত কে পেতে পারি
যে অতীতের সময়ে তোমার সাথে প্রথম চোখে চোখে পরাতে
তুমি লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল
কিন্তু আফসোস সেই সময় কিনার সাধ্য আমার নেই,
আচ্ছা আমি কী একটু সময় কিনতে পারবো
যেখানে অতীত ক্রয় করে
তোমাকে সেই অতীতের মায়াতে আগলে রাখতে চেষ্টা করতাম
কিন্তু আফসোস সেই সময় কিনার সাধ্য আমার নেই,
আচ্ছা সময় কি আসলেই আমি কিনতে পারব তাহলে
অতীতের সেই সময় কিনবো যে সময় তোমার না রাখা আবদারের কষ্ট
তুমি আমাকে বুঝতে দেও নি যে তুমি কষ্ট পেয়েছ
কিন্তু আফসোস সেই সময় কিনার সাধ্য আমার নেই,
আচ্ছা সময় কিনতে পারলে কি অতীত পাবো,
যে অতীতে তোমার ভালোবাসার দাম দিতে পারিনি,
যা দিতে অতীত কিনতে চাই,
কিন্তু আফসোস সেই সময় কিনার সাধ্য আমার নেই।
আচ্ছা আমি সময় কিনতে চাচ্ছি সেই অতীত পাওয়ার জন্যে
যেখানে আমার প্রতি তোমার অধিকার খাটাতে গিয়ে
আমার কাছে কথা শুনতে হয় ছিল যে মন আমি ভালো করতে পারি নি
কিন্তু আফসোস সেই সময় কিনার সাধ্য আমার নেই,
আচ্ছা সময় কিনে কি অতীতে যেতে পারবো
তবে আমি তোমার অবাধ্য ভালোবাসাগুলো পেতে
অতীতে ভ্রমণ করে সব সংশয় ঠিক করে নিতাম
কিন্তু আফসোস সেই সময় কিনার সাধ্য আমার নেই,
আচ্ছা আমি কী অতীতের সময় টুকু কিনতে পারব
যে সময় আমি আমার ভালোবাসা বুঝতে পেরেও
আমার ভালোবাসা আমি ধরে রাখতে পারিনি
কিন্তু আফসোস সেই সময় কিনার সাধ্য আমার নেই,
বি: দ্র: সময় করো জন্যে অপেক্ষা করে নাহ। তাই সময় হাতে থাকা অবস্থায় সম্পর্ক গুলো যাতে ঠিক থাকে তা নিশ্চিত করে নেয়া উচিৎ। নতুবা অতীত আমাদের দুঃখ দিয়েই যাবে। তবে এই অতীত এর দুঃখ টাকে ভুলে যদি তার থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে পারো তবে ভবিষ্যত খুশিতেই কাটবে। কারণ চলে যাওয়া সময় আর ফিরে পাওয়া যায় না।
.....................০২/০২/২০২১.....................