আমি একটি ছেলের জনিকা বলছি,
রক্ত শ্রাবণে যাকে আবির্ভাব দিয়েছি।
হয়তবা একদিন হবো সেই ছেলের কামিনী,
আবার সেই ছেলেরই হবো রসদ পক্ষি।


দশ মাস ক্লেশ পরিশ্রম করিয়া,
আমি বিনাশ জনয়িত্রী,
একটি ছেলের মা বলছি।


সমাজের চোখে নন্দিত সীমন্তিনী,
বক্ষণের পর পক্ষি আমি কলঙ্কিনী।
আমি দেহাশ্রিত করে কোনো পাপ করিনি,
আমি চাইনি হোক কোন ঝি রসদ ভামিনী।


দুঃখ নিয়তি কলুষিত আমি,
আমি জননী নাশ,
একটি ছেলের মা বলছি।


উপলব্ধি : একজন জননী যদি জানত যে তার ছেলে পশুর মত হিংস্র হবে, তবে শুনো হে ছেলে তোমার জন্ম হতো নাহ আধো এই ভুবন মাঝে। কেনো তোমার মগজে ঢুকে নাহ একজন নারী তোমার স্ত্রী, মেয়ে, বোন হবে।


উৎসর্গ: সকল ধর্ষিত কলঙ্কিনীদের।
................................. ০৫/১০/২০২০ .........................