যুগের বিবর্তন,
বন্ধুত্বের বন্ধন,
সম্পর্কের কর্তন,
আত্মার কাপন,
বিকেলের প্রহর ,মনে হচ্ছে যে পিছনের কোনো এক যুগে হারিয়ে গেছি আমরা কজন।
আজ হারিয়ে গেছি সেই যুগে,
আত্মা বলছে যে কানে কানে।
যেওনা এই প্রহর ছেড়ে,
পাবেনা এই প্রহর দিন শেষে।
যুগ কি একটা জিনিষ। হারিয়ে গেলে শুধু স্মৃতি নিয়ে মনে বেঁধে রাখতে হয়। প্রহর গুলো চলে গিয়েই যুগ গুলোকে অমলিন করে দেয়।
অমলিন স্মৃতির পাতায় রয়ে গেছি আমরা কজন,
দূরের হলেও আমরা সবাই আপন স্বজন।
প্রহরের সেই বিকাল গেলো, গেলো সেই রাত,
যুগের পর যুগ আসলেও এই বাঁধনের হবেনা অবসান।