এখন আমার কাপে বরফ জমে শীতের চাদরে ,
তাই বসন্ত এলেই খুঁজব তোমায় চায়ের চুমুকে।
চা খেয়ে তৃপ্তি মিলে নাহ যদি না থাকো পাশে,
চায়ের রোগ ছাড়ছে নাহ যেনো শুকনো হৃদয়ে।
চায়ের নেশায় জীবন গেলো অর্থ বেহিসেবে,
তবুও হিসেব শেষে 'চা' চাই এই জীবনে।
সকাল সন্ধ্যা চা যেনো চাই রং মাখা জীবনে,
বেরঙা জীবনে এক কাপ চা যেনো রং মাখিবে।
বলেছ আসবে কাল বলবে কথা অনেক,
আমি ভেবেছি মালাই দিয়ে চা বানাবো বেশ।
বসন্ত এলো শীত গেলো পাইনি গ্রীষ্ম, বর্ষণে,
তবে কি তোমায় খুঁজে পাবেনা চায়ের চুমুকে!
নিমন্ত্রণ নিলে খাবে চা আসলে নাহ বিকেলে,
তবুও আমি আশায় থাকবো তোমার আগমনে।
তোমায় ছাড়া কেমন যেন জীবন শূন্য এই ভুবনে,
ঠিক চা ছাড়াও ভাবা যায় নাহ তৃপ্ততা দিন শেষে।