আমার মন আমার কাছে জানতে চাইলো আমি কে?
আমি মনকে বললাম তোমার আমি সে,
তোমার জন্যে অবজ্ঞায় সুখে কাতর যে।
আবার মন আমাকে বললো আমার জন্যে তুমি কি?
আমি! তোমার অনেক মূল্যবান সেই ব্যক্তি,
যে তোমার জন্যে কিঞ্চিত কিছু করিনি।
ফের মন আমাকে বললো আমি কি তার বিশ্বাসযোগ্য?
আমি বললাম! আমি সেই বিশ্বাসী যে,
পারিনি তোমার বিশ্বাস মহিরুহ রাখতে।
মন আমার অসহায় বললো তাকে ছাড়া চলবে আমার?
আমি বললাম! তুমি আমি ছাড়া সেই তুমি,
যার জন্যে মস্ত পবন বঞ্চনার মনীষী।
মন এবার আমায় বললো চলবে কি তবে আমার পথে?
আমি বললাম! আমি তো তোমার ত্যাগ মিত্র,
তুমি ছাড়া আমার আছে কি কোনো অস্তিত্ব!?
আহমেদ’স ডায়েরি 🌿
......................২৩/১০/২০২৩..........................