ঈশ্বর পরীক্ষা নিচ্ছে,
আমি পরীক্ষা দিচ্ছি।
উত্তীর্ণ আমি নাহী হচ্ছি,
ভাগ্য মোর নিভিয়ে জ্বলছি।
ব্যর্থ আমি জীবন পরীক্ষায়,
চাচ্ছি ভালো খোদার মহিমায়।
আমায় দিয়েছে রিযিক ঠিক,
ব্যর্থ নিতে জীবিকা বেঠিক।
আমার পরীক্ষা আমি দিচ্ছি,
অপর থেকে নাহী ভাগ চাচ্ছি।
পরীক্ষায় নথি আমার বিষণ্ণতার,
পার পাবো কি নাহ আছি আশায়।
চাইনা আমি অনেক বেশী,
রব যা দিবে তাতেই খুশি।
কিন্তু কাটছে নাহ বিষণ্ণতা,
আশা তাই মরণ অপেক্ষা।
আহমেদ’স ডায়েরি 🌿
...................২১-১০-২০২৩..................