আমি এমন একজন তোর হতে চাই
সত্যিকারের তোর হতে চাই
যে কিনা তোর সেই পুরো ভিতরটা তোকে না বুঝতে দিয়েই জানতে পারবে, জানতে পারবে তোর সকল লুকানো দোষ যা সে জেনেও বুঝতে দিবে এটা তোর বাচ্চামি,
বুঝতে পারবে তোর সেই সব ছেলে মানসিকতার দুষ্টামি,
যে বুজবে তোর সেই সকল নোংরামি যা তার কাছে হবে
পঙ্কজ যথেষ্ট,
আমি আসলেই এমন একজন তোর হতে চাই,
যে কিনা তোর কলঙ্ককে ধরে নিবে, তার হৃদয়ের প্রসূন রঙ্গনা।
যে কিনা তোর সব ভুলের অংশীদার নাহ হয়ে সঙ্গী হবে, যে কিনা তোর পাপ গুলোকে তার নসিব খাতায় লিখতে চায়,
চায় তা লিখতে জীবনের প্রথম পাতায়।


আমি এমন একজন তোর হতে চাই
যে কিনা তোর সকল অনিয়ম, তোর সকল কর্কশ বদভ্যাস, তোর উশৃঙ্খলতা গুলোকে বুকে আগলে ধরে বলতে পারে এই গুলো তার দেয়া আমার জন্যে শ্রেষ্ঠ উপহার।
তুই যখন তোর সব একাকীত্বের ত্রাস এ ভুগবি, নিঃসঙ্গতার কষ্ট যেনো তোর অপ্রসন্ন, তোর দুশ্চিন্তার শঙ্কা যখন তোর হতাশ ঠিক তখনই আমি চাইব তোকে টেনে আমার বুকে ধরতে আর বলতে যে দেখ এখানে কত সুখ যে রাখা শুধু তোরই জন্যে।

তুই চিন্তা করিস নে আমি এমন একজন তোর হতে চাই
যে তোর এই সব না চাওয়া অভিশাপ এর ভোজ গুলো সব একটি বস্তা করে নিয়ে চলে যাবে, যা নিয়ে গিয়ে সে সেই খানে রেখে আসবে যেখানে তোর অভিশাপের ভোজ গুলো তোর সুখ হয়ে ফিরে আসবে। আর তুইও তখন বলবি আমার এত ভারী ভোজ কি করলি কোথায় নিয়ে গেলি। আমিও মৃদু হেসে বলবো এই ভোজ কই আর ভারিরে পাগলী আমার তোর মুখের হাসিটা আমার কাছে সবচেয়ে দামী।

আমি ঠিক এমন একটা তোর হতে চাই।
যে কিনা তোর অস্বস্থিকর তুমি আপনি গুলোর মাঝে হারাবে নাহ
। তুই এমন একটা তুই চাস তাই নাহ ।
। ঠিক আমিও এমন একজন তোর হতে চাই ।


ইতি: আমার জীবনের স্বপ্নজীবি "ইসরাত জামান নাহিদা"