শত শত রক্ত ফোঁটায় কেনা আমার বাংলা,
         জানো কি হে প্রজন্ম!
                 জানো কি তোমরা?
                
সালাম, বরকত, রফিক, জব্বার এর বাংলা,
         জানো কি হে প্রজন্ম!
                জানো কি তোমরা?

শুদ্ধ ব্যকরণের স্বল্পতায় ভুগছে মোর বাংলা,
         জানো কি হে প্রজন্ম!
                জানো কি তোমরা?

আজ হচ্ছে অবহেলার শিকার এই বাংলা,
         জানো কি হে প্রজন্ম!
               জানো কি তোমরা?

কিসের মোর পণ কিসের মোর পাঠ বাংলা,
         জানো কি হে প্রজন্ম!
               জানো কি তোমরা?

বলি বিদেশি ভাষায় কিসের আবার বাংলা,
         জানো কি হে প্রজন্ম!
                জানো কি তোমরা?

তবে কেনো তারা জীবন বাজিতে গড়েছিল বাংলা,
          জানো কি হে প্রজন্ম!
                 জানো কি তোমরা?

প্রতিদানে ব্যর্থ কেনো আমরা কেনো বঞ্চিত আমার বাংলা,
          জানো কি হে প্রজন্ম!
                জানো কি তোমরা?

কৃতজ্ঞতা: সকল ভাষা শহীদের প্রতি রইলো ভালোবাসা ও অজস্র শ্রদ্ধা।
           যারা এনে দিয়েছেন আমাদের এই ভাষা বাংলা।

তাই তো প্রিয় কবি "অতুল প্রসাদ সেন" বলে গিয়েছেন:

"মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

মাগো তোমার কোলে, তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।"

🖤🖤🖤