না হইতে পারলাম জগতের
না হইলাম মা - বাপের।
করছি প্রার্থনা খুব মনে
হচ্ছি নিরাশ রব থেকে।

না হইতে পারলাম আপনের
না হইলাম বন্ধু বান্ধবের।
জীবন এ আমি ব্যর্থ খুব
চাইছি বিনাশ নিকটে খুব।

না হইতে পারলাম অপরের
না হইলাম আমার নিজের।
আমার আমি নাই মনে
জীবন কাটছে মৃত্যু ছলে।

না হইতে পারলাম দুনিয়ার
না হইলাম অর্ধাঙ্গিনীর।
গুনছি দেয়া নিয়তির দিন
বিনাশ হোক শেষ করে ঋণ।

                        আহমেদ’স ডায়েরি 🌿


....................০৪-০১-২০২৪................

উৎসর্গ : নিজ।