হারাতে চাই আমি প্রকৃতির মাঝে
আঁধার আলোতে যেন সূর্য হাসে,
প্রকৃতির সুখ খুঁজি মনের গহিনে
যেন নিজেকে হারিয়ে গহীন বনে।

আমার আমাতে নাই যেন আমি
প্রকৃতির মাঝেই যেন বিষাদ খুঁজি,
সুখের ছলে এই বিষাদ মোর আপন
প্রকৃতির সুখ যেন মোর মিষ্টি কাফন।

আমি একলা পথের একলা পথিক
মায়াবী প্রকৃতির পথে চলা কঠিন,
অপেক্ষা শুধু তার শেষ নিমন্ত্রণে
প্রকৃতির সুখ যখন মায়ার বিষাদে।

একলা পথ চলবো কি তবে একা!
জানি নাহ এ পথের শেষ ঠিকানা।
স্রষ্টার সৃষ্টি এই সুন্দর প্রকৃতি,
স্রষ্টারই বিনাশ এই সুখ মায়াবি।