মুখোশে আটকানো আমারই মনো মধুমাস,
বিষন্নতা যে আমারি এক বঞ্চনার অভিশাপ।
ঝটিকায় মোর কাটছে বেলা কাটছে রজনী,
তবুও যেনো আঁধার মোর এক কুঞ্চিত নিয়তি।

ভেবে ভেবে আমি যে ব্যাকুল জীবন সংসারে,
অধীনতায় আমি সমাজের অপ্রসন্ন কর্মকাজে।
আমি যে চিরচেনা এক কষ্টের অবকাশ,
বিবেচনায় নিষ্ফল আমারই ন্যস্ত আবাস।

মৃদু হাসির পিছনে লুকিয়ে থাকা বিষন্নতা,
কেটে যাচ্ছে কষ্টের ছলে ব্যস্ততা।
হাসির মুখোশে লুকিয়ে থাকা আয়াশ,
বিমুখ মানুষের কাছে ভালোবাসার প্রাপ্য বিনাশ।

তিলে তিলে হারাচ্ছি আমার তেষ্টা,
সবাই যেনো করছে বঞ্চনার চেষ্টা।
তবে আমার মনে প্রশ্ন জাগে এই ভেবে,
আমি কি পরের তরে! নাকি আমার আগে ‽

বিষন্নতা বিষণ্ণতা নিয়েছে যে পিছ মরা,
অকাল প্রয়াত কাটিতে ব্যাকুল মন খানা।
মন বুঝেনা এ যে এক নিয়তির খেলা,
বিষন্নতা কাটিলে সবই যেন জগত ছাড়া।

এবাভেই চলবে কি তবে,
মন যে আমার বেজায় প্রশ্ন করে,
কাটবে কি তবে এই বিষন্নতা,
নাকি রয়ে যাবে আত্মার বঞ্চনা?

২৫/০১/২০২১