আমি আবছা আলোকিত জগতের অন্ধকার বলছি ,
আশার আলো মনে নিয়ে অন্ধকারেই ধুকছি ।
অন্ধকার আমি, আমি আলোর বিস্ময়কর সঙ্গিনী ,
এই সমাজের প্রয়াত নন্দিত কথায় আমি বিষাদী ।
চাঁদের আলোতে আলোকিত এই সমাজের পৃথিবী ,
সমাজের আলাপনে অন্ধকার আমি স্বত্তা একাকী ।
মনের যন্ত্রণায় ঘেরা আমার চিরস্থায়ী গরিবি,
আমি অন্ধকার আলো বিহীন নিপীড়ন পরিশ্রমী।
মনকে পরিশ্বরে বুজিয়ে নেই আমি এক গল্প কাহিনি,
আমার জন্যে অন্ধকার আমি এক আয়াশ সমৃদ্ধি।
আমি আঁধার জ্যোতির আহ্লাদ,
আমি আলোর ক্লান্তির অপবাদ,
আমি আলোর অবয় অন্ধকার।
আলো হতে চেয়েও অন্ধকার আমি তিমির ,
মনের জানালায় বদ্ধ আমি, তমসা বিরল বীর।
আলোর ছায়াতে বসবাস আমার, আমি কুটুম আঁধার।
অল্পতেই সুখ খুঁজে নিতে, আমি ব্যাকুল অন্ধকার।
অবহেলিত বলে আমি আজ, শর্বর আলোহীন অন্বেষ,
বচন দিয়ে হলো নাহ আমার, যবনিকা টানবো বেশ।
অন্ধকার বলে আজ আমার আশা হইলো ক্লেশ ,
তাই আলোর খোঁজে নিয়েছি স্বাধ অজ্ঞানী উপদেশ।
জীবনের এই ক্লান্তি শেষে হলাম বিরাম উপহাস,
জীবনের স্বাদ নিতে আমি চপল ঝঞ্ঝা অন্ধকার।
অন্ধকার আমি তাতে কি,
আলোকে জীবন দিতে,
আমার প্রয়াস নয় কি বেশি।
......................২২/১০/২০২০.........................