#উর্দ্ধতিত_কামুক_কুঁড়ি
কলমঃ-#ইয়াসিন_সেপাই
-------------------------------------
ওগো সুন্দরী গোলাপ তুমি যখন পুষ্ফটিত হও মালঞ্চে,যৌবন ভরা অঙ্গে সুরভী মেখে,
তখন আমি নিশি যাপনে বিভোরে সুরভি মাখা আবেশ ঘোরে-তন্দ্রা হয়ে পড়ি,
সদ্য ফোটা পাপড়ি যেন তোমার লালি মাখা ঠোঁট, চুম্বনের কাতর বাসনায় মিশে যেতে চায়,,
শিশির মাখা পাপড়ি তোমার,যেন কোন এক যুবতীর ভিজে ঠোঁট আলিঙ্গনের নেশায়।

দুলিয়ে মাথা আঁখি মেলো যখন, প্রেম পিরিতি প্রজাপতির পরাগ মিলনের সময়,
সৃষ্টির স্বর্ণকার গুনগুনিয়ে ওঠে তখন, যৌবনি ফুলের রস সংগ্রহের নেশায়,
হাজার ফুলের মাঝে দুরন্ত তরুণীর মোত যৌবনি ঢঙে খিলখিলিয়ে ওঠো তুমি বারেবার ।
আমি তখন আলতো ছোঁয়ায় আদর মাখা সোহাগে সুর তুলি আমার এক-তারাটায়।

হাজার পাতার মাঝে সরু গলির ফাঁকে তুমি যখন উঁকি দাও দেহের কামুক বাসোনাতে,
আমি তখন অন্য মনে ভেবে যাই,তোমাকে নিয়ে কি সুতোয় গাঁথবো মালা,থাকবে তুমি চির যৌবনাতে,
কামুক নিঃশ্বাসে,প্রেমের সুরভী ছড়িয়ে, ছিঁড়ে ফেলবো কি নিশি স্মৃতি এক নিমেষে.?
বেলা শেষে ঝোরে যাবে নিস্তেজ হয়ে,গহীন রাতে চাপা কান্নায় ভেঁসে যাবে অবনয়নে।

আবার পুষ্ফটিত হবে তুমি জানি অন্য শাখিতে নতুন গন্ধ মাখা সুরভী ছড়িয়ে,
এক বুক আসা লয়ে থাকবে, কেউ বুঝি গাঁথবে মালা নতুন ছোঁয়ায় আদর মাখা সোহাগে,
যৌবনি রস যখন সুখায় যাবে কোন এক আদর মাখা আলিঙ্গনে দিন শেষে নিশিতে।
ছিন্ন পাপড়ি হয়ে দোল খাবে বাতাসে, রঙিন বাসর শেষে কুঠিরের বিছানাতে,
আবার সকাল হবে, বেলা শেষে রূপের ডালি নিয়ে অপেক্ষায় সরু গলির ফাঁকে উঁকি দেব কামুক বাসোনাতে।।
-----------------------
রচনাকাল/১১/১১/২০২১/পশ্চিমবঙ্গ-কলকাতা-হাওড়া