উড়ন্ত পতাকায়
         শহীদের রক্ত🇮🇳
====================

পতাকার চেয়ে দামি মাগো শহীদের-ই রক্ত
পতাকার আজ অনেক সম্মান শহীদের চেও কেন?,
শহীদ কে যে করছি আজ দ্বি-ভাগে বিভক্ত
তোমারই তো সন্তান মা কেন এ বিভাজন

শহীদের ওই রক্তের দাম দিতে পারিনি আজো।
শহীদের রক্তে এঁকে ছিল তিরঙ্গার ছাপ যে জন,
আজ আমরা খুঁজে নিলাম ধর্ম ও জাত অনেক জন।

শহীদের-ই রক্তের বদলে আমরা পেয়েছি যে নিশান,
সেই নিশানের নিম্নে থাকে বলিদানের প্রতিরূপের মান,
রক্তের চেও দামি মাগো পতাকার-ই মান।

শহীদের রক্তের রং খুঁজছি,আজ আমরা
জীবন দানে দিইনি তার সম্মান,
কোন শহীদের কি জাত ছিল দেখিস না-রে ধর্মের গোঁড়া মানব সন্তান ।

কে আর বুঝিবে হায় স্বাধীনতার বাণী?  
এ দেশের শহীদ যারা,সকলে ত চলে গেছে জানি ।  
আছে শুধু কত গুলি রাজনীতির শকুনি ।

সে কথা ভাবিতে হায় এ প্রাণ ফেটে যায়,  
হৃদয় ছাপিয়ে উঠে – চোখ ভরা পানি।  
কে আর বুঝিবে হায় ওই শহীদের বাণী ।

জয় হিন্দ
           বন্দে মাতারাম....
                         @...ইয়াসিন/15-8-19