#তুমি_মোর_যৌবন_পিরিতি
________________★★★_______________
কলমে- #ইয়াসিন_সেপাই/
_____________________________________
ওগো...রামা কার পানে চেয়ে থাকো, অকুলিবিকুলি আঁখিতে,দূর হতে ওমন করে.?
নয়ন নিগূঢ় হতে কার লাগি উল্লোলে আছড়ে পড়ে, বারে বারে তীরের এসে.?
মুখাবয়ব যেন পূর্ণচন্দ্র,কেশ গুছি আধার কালো  ঘনঘটায় ঘিরেছে বেদনার সুরে.!
ঘন কালো কেশ,যেন কালবৈশাখী ঝড় উঠেছে মরুর বুক চিরে ধূলি ঝড় হয়ে,।

দুরন্ত মনে দুলে ওঠে না বলতে পারা কিছু কথা, সাজানো পুরোনো পাতা থেকে,
গোলাপি আভা ঠোঁটে, শুকিয়ে যাওয়া আড়ষ্ঠতার মাঝে, কিছু লুকিয়ে থাকা পষ্ট কথা।
ফাগুনের ঝরা পাতার মত ঝরে পড়ছে অবক্ত কিছু কথা,তেপান্তরে ধুধু করা মুখবলায়।,
ফাগুন এসেছে আগুন ঝরাতে,আমি হেতা দাঁড়িয়ে তোমার অপেক্ষাতে পলাশ বনে-----

নিভে গেছে আকাশ প্রদীপ,অপেক্ষার প্রহর গুনতে গুনতে, শুধু তোমার দেখা পেতে,
হাজার পাতা ঝরেছে মেয়াদ শেষে,পোড়ে আছে কত  স্মৃতি বুকে, সপ্ন ভাঙার যন্ত্রনা নিয়ে,
তুমি আসবে বলে,পাতা ঝরা ছিন্ন শাখীতে শাখিতে সানাই সুর হরদম বেজে চলেছে
চেরি-লাল শাড়িতে, পলাশ সেজেছে নব বধূ রূপে, তুমি আসবে বলে ফাগুন বনে।

ওগো" অপেক্ষাতে দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে আমার জন্যে এক মুঠো রং নিয়ে,
তোমার এক মুঠো আবিরের উষ্ণ ছোঁয়ায়, খেলবো হোলি পলাশ বনে দুই-জোনাতে।
খেলবো হোলি রং মাখবনা তাই কখনো হয়,অঙ্গ ভিজায়ে দু-জনাতে মন জুড়াবো আয়,
দক্ষিণ হতে মৃদু বাতাস অঙ্গে ছুঁয়ে,বলবে এসে কানে কানে,কৃষ্ণের লীলা খেল,।

দক্ষিনা বাতাসে দোদুলে পড়েছে তোমার কেশ কবরী আমার মুখবলায়ে
চেনা গন্ধের নেশায় মিতালিত হয়ে,তুমি মোর সেই যৌবন পিরিতি মনে পড়েছে,
এমনি করে হবে দেখা ভাবিনীতি কখনো,এই পলাশ বোনে তোমাতে আমাতে বসন্ত বিকেলে.!
পলাশ লালি টুক-টুক ঠোঁটে,পাপড়ি মেলে আছে, যেন বসন্তের সদ্য ফোটা ফুল-বাগিচাতে।

মধুর টানে অলি-র মতো ছুটে গিয়ে,কাছে টেনে, একটু ছুঁতে তোমায় মনচায়।
প্রজাপতি হয়ে উড়ে এসে আলতো ছোঁয়ায় পরাগ মিলনে পিরিতি হিয়া,
রঙে রং মেখে চুমুতে, গোলাপি পাপড়িতে অভিষঙ্গ,   দুই মনে এক হতে চায় বারে-বার,
বধূর সাজে সাজবে তুমি,ফাগুন আগুন হয়ে মিটিয়ে  দেব হিয়া...যৌবন জ্বালা,
ফাগুনের পূর্ণিমা রাতে জৎস্না মেখে স্মৃতি রেখে যাবো তোমার আমার মধুচন্দ্রিমা।
______________রচনাকাল-১৬/০২/২০২১/