তোমার স্মৃতি রেখো
মরু-বালিতে💛
================
তুমি বলে ছিলে আমি আসবো তোমার
কাছে,
আমাকে, অনেক অপেক্ষার দু চোখে
দেখবে বলেছিলে অনন্ত দৃষ্টি দিয়ে,
কৈ এলেনা তো,এখনো কি পথ চলা?
আমি যে থাকি তোমারই ছবি বুকে লয়ে
কখন যে কি কও বোঝে না এই হৃদয়
পাগলের,
তবুও আমি দাঁড়িয়ে থাকি, দিগন্ত পথ-
চেয়ে তোমার রাহা গুণী।
তুমি আসবে ত. নাকি শুধু পথ চেয়ে
থাকা?
এই পাগলকে মরীচিকা হয়ে না দিও
দেখা!
যখন আমি দাঁড়িয়ে থাকি তোমার
অপেক্ষায়,
যেন মনে হয় তপ্ত মরুতে পাতা বিহীন
বৃক্ষ,এক ফোটা বৃষ্টির আসায় ।
তুমি যখন আসবে এক ফোটা বৃষ্টি নিয়ে
তোমার জন্যে,
আমার মত কষ্ট তুমি,পারবে না সইতে
এই তপ্ত মরুতে!
এই তপ্ত মরুর উষ্ণতায় আমার আঁখি
জল প্রায় শেষের পাতায়!
পারবে না তুমি সইতে আমার মত, প্রিয়
এই তপ্ত মুরুর বুকে দাঁড়ায়ে।
তুমি যদি ভেবে নাও আমার মত
শশীপ্রভা মনে করে,
তখন ত পারবো না আমি তোমার কষ্ট
দেখে সইতে!
হয়ত আমি বিলীন হবো মরু ঝড়ে চাপা
পড়বো অন্য কোথাও,
তবুও আমি দেখে যাবো এক ফোটা জল
নিয়ে দাঁড়িয়ে আছো তুমি, আমার
তোমার জন্যে।
যদি চলে যাও,যদি হারিয়ে যাও, যদি
ভুলে যাও...
মরুবালুতে রেখে যেও তোমার পদচিহ্ন
পথচলার মাঝে,
মরু ঝড়ে যদি আসি ফিরে তোমার পদ-
চিহ্ন তলে,
প্রেমের সমাধি গড়ে নেব বালুকনা দিয়ে
নতুন করে যুগ্ন সপ্তম আশ্চর্য লেখা হবে
মরুতে গড়া তাজ, ইতিহাসে।
@...ইয়াসিন/রচনা কাল ১৯/০৮/১৯