তোমার রূপের বর্ণনায়
====মত্ত পুরুষ====
__________
তোমার ওই দুটি কালো চোখে-
আমা' ছবি দেখেছি।
তোমার ওই বুকের ভাঁজের ফাঁকে-
আমা' লুকায়ে রাখতে দেখেছি।
তোমার ওই হরিণী চোখে-
আমা' দেওয়া কাজল আঁকতে দেখেছি।
তোমার ওই মেহেন্দি রাঙা হাতে-
আমা' দেওয়া কঙ্কনে পরতে দেখেছি।
তোমার ওই কেশের গুচ্ছে-
আমা' দেওয়া ফুল মালা দেখেছি।
তোমার ওই স্বর্ণ সিঁথিতে-
আমা' দেওয়া অরূণ সিঁদুর দেখেছি।
তোমার ওই নরম ললাটে-
আমা' দেওয়া বিন্দি ছোঁয়াতে দেখেছি।
তোমার ওই গোলাপি ভেজা ঠোঁটে-
উশ্বন ঘর্মনি ঝরে পড়তে দেখেছি।
তোমার ওই শাড়ির কুচিতে-
আমা' দেওয়া মেখলা দুলতে দেখেছি।
তোমার ওই শাড়ির পাড়ে-
আমা' পছন্দের রঙের ঝলকানি দেখেছি।
তোমার ওই মখমলি রেকাবে-
আমা' দেওয়া আলতা আঁকতে দেখছি।
তোমার ওই পাদদেশে-
আমা' দেওয়া নুপুরের নাদ শুনেছি।
তোমার ওই লতানো অঙ্গে-
আমা' দেওয়া কাম্পিল্য সুগন্ধি পেয়েছি।
তোমার ওই চলন বাঁকে-
আমা' এক-তারায় মেঠো সুর তুলেছি।
তোমার ওই মূর্ত আলোক-
আমা' মনে ভেসে ওঠা নব পূর্ণিমা তুমি।
তোমার ওই রূপের উপমায়-
কোটি জনতার মঞ্চে তুমি পুষ্প শোভিত মাল্য বরণ ।
তুমি মোর, নজরুলের পারুলী, রবির গীতাঞ্জলী, জীবনানন্দের বনলতা সেন।।
===============
@...ইয়াসিন//২২-১০-১৯//