শিরোনাম- তিমির তোমার জন্য নয়/
কলমঃ-ইয়াসিন সেপাই/
আঁধার ভেদ করিয়া ,ছুটিয়া ছিলে তুমি গন্তব্যের খোঁজে, খুঁজে পেলে সোজা পথটি মাতৃ গর্ভে,
হারিয়ে যাবেনা তুমি,বিশ্বাস নামক পথটি ছিল মহান স্রষ্টার দেওয়া কবলান যে,
সোজা পথটি অধিষ্ঠান ছিল তোমার মাতৃ গর্ভে, শুনেছ মায়ের মুখে সকাল সন্ধ্যা সূরা ফাতেহা-তে,
সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মাখলুকাত তুমি,কেমনে ভুলিতে পারো রব-কে,মানব জাতি রূপে পেয়েছ,শ্রেষ্ঠ বিকের অধিকারী পৃথিবীতে,
দশ-মাস,দশ-দিন ছিলে তুমি মাতৃ গর্ভে, রবের অনুক্রম- ছিল ধর্মকে জানার ও মানার,তোমার বন্ধক রবের- কাছে জন্মাবার আগে,
ধন্য তোমার জীবন খানি,শ্রেষ্ঠ নবীর উম্মাতে মোহাম্মদী হয়ে জন্ম নিতে পেরেছো এই পৃথিবীতে।
জীবনে চলার পথে,পথের দিশারী পেয়েছ তুমি, রবের বাণী নামক শ্রেষ্ঠ কিতাব আল কোরআন,উম্মাতে মোহাম্মদী হয়ে,
যদি থাকে সুন্নাহ তোমার লেবাস পরিধান ও হৃদয়ের ক্রনন্দনে, কলেমা তৈয়েব উচ্চারিত মুখে, নূরের প্রদীপ হাতে পৌঁছে যাবে শেষ ঠিকানাতে,
আঁধার হবে কেন জীবনের চলার পথ,তোমাকে দিয়েছে শ্রেষ্ঠ সম্মান শেষ নবীর উম্মত।
পৃথিবীর বুকে যত আছে স্রষ্টার সৃষ্টি, করছে জিগির এক মহান রবের নামে উচ্চারিত সকাল সন্ধ্যা,দিন রাতে।
মানুষ তুমি ঘৃণিত নও, স্রষ্টার হাতের ছোঁয়ায় সৃষ্টি তুমি নিজে, যে কপাল রবের সেজদা-রত, ঘৃণিত হবে না কোনোদিনই-এই পৃথিবীতে।।
______রচনাকাল- 12/11/2022
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া...