তন্দ্রাভঙ্গ
           প্রেম নিশি।।
~~~~~~~~~~~~~~~
মনেতে প্রেমের জ্বালা
              তন্দ্রাভঙ্গ মোর নিশিতে
আয়-রে সই প্রেমের দহনে
             জ্বলে পুড়ে মরিতে।।

আসিতেছি বলে মোরে
         পিরিতি নিশি পোহাইলি
তুই নহিলে পরান রয়গো
        শুন্য একান্ত কুলে-তে।।

কি ব্যসন দিয়ে গেলি
      আসায় আমি দুয়ার খুলি
তুই বিহনে ভেজে পরান
       মোর নয়ন নোনা জলেতে।।

আসলে ফিরে কৈও মোরে
      ছিলে নিশিতে কাহার ঘরে
প্রিয় তোর রোইয়া আছে চেয়ে
      ফেরার পন্থক পানেতে।।
==================
   @...ইয়াসিন//০২-১০-১৯//