সুন্দরী পুজোর নন্দিনী-##
  কলমে---ইয়াসিন সেপাই-#২২/১০/২০২০
           ====================

ওগো সুন্দরী পুজোর নন্দিনী,কাটাই কেমনে তোমারে না দেইখা আমি.....
পুজোর মণ্ডপে দিয়াছে বাঁশ বেড়ি,,মহামান্য আদালত,করোনার সংক্রমণ ভীতি.....
চলো যাই অন্ন কোথাও যেখানে নেই কেউ, শুধু দুজনে তুমি আমি.....।

সব খানেতে পাওয়া যাইবে মা দুর্গা প্রতিমা দর্শনই তুমি থাকলে সাথে আজি.....
লালপেড়ে শাড়িতে মানায় তোমায় যেন, কাশ ফুলের মাঝে দুর্গা প্রতিমা তুমি.....
আলতা পায়ে নাকে নোলক,কেশের গুচিতে শিউলি ফুলের লুটোপুটি.....।

কাশের বনে একলা মনে ভাবছো কি বসে,ওগো সুন্দরী প্রতিমা দেবী.....?
দূরে ওই মেঠোপথে সোঁদা গন্ধে,মিশে যায় ঢাকির বোল মৃন্ময়ীর আগমনীতে....
কাশের বনে মাতাল দোলা, নীলা আকাশে মেঘের ভেলা ভেঁসে বেড়ায় তটে...।

সোনার হাতে সোনার কঙ্কন,ঝলকে ওঠে সূর্য-- কিরণ, কাশ ফুলের বাগানে.....
শিশির ভেজা রাঙা ঠোঁটে,কাজল নয়নে হরিণী- বেসে উদাস মনে কার খোঁজে..?
ললাটে চন্দনের টিপ আঁকা, পূর্ণিমার চাঁদ হার মানে তোমার ভূষনে.....।

শুভ্র নলিন হাতে নিয়ে, চলো যাই, অঞ্জলি দিতে কোন এক গাঁয়ে মৃন্ময়ীর চরণে......
চলো যাই হারিয়ে কোথাও দুজনে,কোন এক নতুন  ভুবনে চির বাসরে...।।
      ___=============___
____________রচনাকাল-১৯/১০/২০-