●●সুন্দরী ফাল্গুনী●●  
    কলঃ- ইয়াসিন সেপাই
            ১৪/০৩/২০
     ◆◆◆◆◆◆◆◆◆◆◆
ওগো বসন্তের সুন্দরী ফাল্গুনী
    সোনালী রেশমি কেশের বাহারি,
        তোমার কেশের ঝলমলে রূপে,
           পাগল হয়েছে গগনের রবি শশী!
                 তাই আজ গগনে দেখা যায়নি!
                      ওগো বসন্তের সুন্দরী ফাল্গুনী।

ওগো বসন্তের সুন্দরী ফাল্গুনী
    উড়ন্ত সোনালী কেশরী গুচ্ছি,
        তোমার সোনালী রেশমি কেশে,
           মাতাল হয়েছে দক্ষিণ বাতাসে,
              কলকণ্ঠ তাই গাইছে মোন ভরে,
                    ওগো বসন্তের সুন্দরী ফাল্গুনী।
    
  ওগো বসন্তের সুন্দরী ফাল্গুনী,
      ফুলে ফুলে সব করে বলাবলি,
         ফাল্গুনীর কেশ রেশমি সোনালী,
             দেখিনি-ত আমরা আগে কখনই
                  ফাল্গুনীর এমন কেশ ভরা গুচি!
                       ওগো বসন্তের সুন্দরী ফাল্গুনী।

ওগো বসন্তের সুন্দরী ফাল্গুনী
     তোমার দুই ঠোঁটেতে পলাশ লালি,
         চমকিত দুই ঠোঁটেতে শিশির বিন্দু,
           কাজল চোখে আঁকা কোকিল কালি,
              পরনে হলুদ রাঙা লাল পেড়ে শাড়ি,
                ওগো বসন্তের সুন্দরী তুমি ফাল্গুনী।
                -------------------------------
                রচনা কাল=১৩/০৩/২০২০