সুখও-র সাথে
দুঃখও-র অমিল
====================
সুখো তু হি নাহি ভালো রে
দুঃখ কে নাহি সাথে নিলি রে
দুঃখ যখন আসে মোরে
তুই তখন চইলা যে গেলি রে
দুঃখ থাকে অনেক ক্ষণ রে
তুই যে থাইকিস অল্পক্ষণ রে।
তুকে সোবাই ভাই লও বাসে রে
কখন আই বি মোদের কাছে রে
তুই যে বড় পাষান সুখও রে
দুঃখ দেই-খা তুই চইলা যাস রে,
দুঃখও তোর চেয়েও ভাই লো রে
মোর সাথে থাইকে অনেক ক্ষণ রে।
সুখও তুই যে সময়ের সাথী রে
দুঃখও হামার সুঙ্গের সাথী রে
দুঃখও হামায় নাহি ছাড়ে রে
সুখও তুই হামায় ছেড়ে পলাশ রে
সুখও তুই যখন আই বি যাইবি রে
দুঃখও হামার ছায়ার মত রয় রে।
দুঃখের সময় প্রদীপ কে হামার
লাগে সূর্যের মত রে
সুখের সময় সূর্য কে হামার
লাগে প্রদীপের মত রে
সুখও তোর এতোই অহং রে
দুঃখও দেখে বিবমিষা করিস রে
দুঃখও নাহি থাকিলে, সুখও রে-
তোরে নাম নাহি লই তো রে।
=====____======
@...ইয়াসিন//২০-০৮-১৯