শুভ্রতার প্রতীক
★★★★★★★★★★
শরৎ এসেছে
হিমেল পরশে
শিউলি ফুটেছে
জাফরানী বোঁটায়
শিশিরের চুম্বনে।
নীল আকাশে
পেঁজা মেঘের
ছুটো ছুটি খেলা
কাশের বোনে
দোলা খায় ফুলেরা।
জল হারা শুভ্র মেঘ
নীল আকাশে বেড়ায়
দিনের রৌদ্দুরের ঝিলিক
মাঠে সবুজ ধান ক্ষেতে
শরতের সিনোগ্ধ্য রূপ।
মনে এনে দেয় এক
প্রশান্তির পরশ মাখা
রোদ্দুরের ঝিকিমিকি
রাতে ধ্বল জ্যোৎস্নাস্নাত
রূপ মনোহরের দৃশ্য।
◆◆◆◆◆◆◆
@...ইয়াসিন//২৪-০৯১৯//