কবিতা- শ্রাবণ ধারায় সখী
কলমঃ-ইয়াসিন সেপাই
______________________
বৃষ্টি ভেজা অঙ্গে তহরে....
         মানায় সখী শ্রাবণ মাসে,
চলন বাঁকে মেঘের শব্দে....
          ময়ূরী ঢঙে নাচতে দেখে।

ছমছমিয়ে পায়ের তালে....
          শ্রাবণ ধারায় জল ছিটিয়ে,
অঙ্গ ভেজা এক পশলা....
         যেন কচু পাতায় টলমলিয়ে।

কেশ গুছিতে জলের স্রোত....
         পড়ছে বেয়ে নির্ঝর্নি হয়ে,
নরম ঠোঁটে লালি বেয়ে....
         শ্রাবণ ফোঁটা যেন মুক্ত ঝরে।

চোখের পাতায় কাজল কালি....
         যেন শ্রাবণ ঘোর মেঘ জমেছে,
নাদ নূপুরে মৃদু সংগীত সুরে....
          যেন মনের যৌবনে সুর উঠেছে।

চুড়ির তালে ঝঞ্ঝনিয়ে ওঠে....
        বোনের পাখি নাচে ডালে ডালে,
ভিজে আঁচল সেপ্টে অঙ্গে....
       কুহকী চোখের ক্ষণ কম্প্ৰ চিত্তে।
-------------------------
_______রচনাকাল/19/07/2021
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/