শিরোনাম- সতিত্বনাস
কলমঃ-ইয়াসিন সেপাই/
---------------------------------------
নিথর শরীর নগ্ন নারী রক্ত ভেজা রাজপথ,কি এসে যায় রাজ নেতাদের নারী মানে পঁজিকা,
স্বাধীন দেশে রাজা তুমি, কুরসী তোমার অনেক দামি,তাই তো ভেবে বসে আছো প্রজা মানে গোলামী,
ভাষণ সাজে রোজ বলে যাও নারী সুরক্ষার বুলি,ভাষণ শেষে চুপ থাকা মানে নারী শুধু ভোগী,।
মায়ের রক্ত-মাখা নগ্ন দেহ ছিঁড়ে খেলো নরপশুর দল, আরক্ষা নৈতিক বলহীনে, ভাবায় অনেক খানি,
রাজার মুখে কুলুপ আঁটা, চোখ দুটো ঢাকা কাপড় খানি,
আইন তোমার মুঠোয় বন্দি আছে বলে তাই কি.?
পাঁজর ভাঙা যন্ত্রনা নিয়ে জন্ম দিল নারী পুরুষ মানুষকে, ভুল কি ছিল তার জবাব চাই,রাজনেতা তোমার কাছে একশো পত্রিশ কোটি।
সেই নারীর উরু বেয়ে রক্ত স্রোত বয়ে গেল,রাজপথ বেয়ে
কাঁদে না তোমার মন নারী মানে মায়ের রূপ অন্তরেতে.?
স্বাধীন স্বাধীন আমরা স্বাধীন,কোথায় মোদের নারী স্বাধীন, মায়ের ধর্ষণে চুপ রবো আর কতদিন.?
চোখ খুলে দেখো না চেয়ে রাজনেতা গন,নারীর শরীর খুবলে খাচ্ছে,পথের ধারে উলঙ্গ করে উম্মাদ কারী.!
হায়রে আমার ভারতবর্ষ বন্দি হলো কার হাতে.! নারী নিয়ে চুপ নীতি এই দেশে কেন হয়, না জানি.!!
________রচনাকাল- ০১/০৮/২০২৩
©️-®️- পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/