======সোনা ভরা চাষীর হাত======
          ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
      কলঃ-ইয়াসিন সেপাই/২৫-০২-২০
            --------------------
চাষী চাষ করে আনন্দে মাটিতে,
        সোনার ফসল ফলায় দু-হাতে,
           সোঁদা গন্ধের নেশায় মাতাল হয়ে,
               জীবন দেয় উজাড় করে অন্ন দিতে।

জীর্ণ শরীরে তার সোনার ঝলক,
         ঘামের বিন্দুতে হিরের চমক।
              মনের আনন্দে চাষের নেশায়,
                    প্রখর রোদেত সারাটা বেলায়।

মেহনতি হাতে আদর করে মাটি,
     সোনা দেহের ঘামে,উর্বর হয় মাটি।
          মাঠ ভরা ফসলে প্রাণ জুড়ায় চাষী,
              নিঃস্বার্থ, নির্লভ, নিরহংকারী চাষীর।

সাধক চাষী,মানবকল্যানের তরে
     জীবন সুখ,দিয়েছে বিসর্জন নিজেকে,
              চালকাশক্তি দিয়েছে ওরা দেশকে,
                  অনেক সাধনায় মাঠ ভরা ফসলে।
            
সমৃদ্ধ করেছে জাতীয় অর্থনীকে,
    বছরের পর বছর অভাবের সঙ্গে,
         লড়াই করে থেকেছে ওরা অর্ধাহারে,
            তবুও ক্ষোভ নেই ওদের নিষ্পাপ মনে।


দেশের মানুষের জন্যে জুগিয়েছে খাদ্য,
     দেশের উন্নয়নের দাবিদার চাষী ভাইও।
        রোদ,ঝড়,বৃষ্টি,উপেক্ষা করে দিয়েছে,
              তবুও নিপীড়িত লাঞ্ছিত অবহেলিত।

         ============25/02/2020