সখীর সনে
             শারদ প্রাতে------
★★★★★★★★★★★★★

ওগো সখী শারদ প্রাতে-
                         এসেছি তোর গাঁয়ে
বলেছিলি মোর সাথে-
                        দেখবি দুগ্গা মাকে।
আলতা পায়ে,নাকে নোলক-
                        মানায় খুব তোকে।
রংচেয়ে ওই শাড়ি পোরে,-
                         হাঁটবি যখন মেঠো পথে,
দেখবো আমি এক মনে,-
                         নয়ন ভরে তোকে।
ললাটে তোর রাঙা টিপে,-
                         মানায় যে খুব তোকে,,
লাল পেড়ে শাড়ি পরে,-
                         অঞ্জলি দিবি প্রাতে।
আলতা রাঙা পদতল,-
                         পড়বে যখন পথে  
মনে হবে দুর্গা মা যাচ্ছে হেঁটে,-
                         মেঠো পথের গাঁয়ে।

তোকে আমি নিয়ে যাবো,-
                         বাবুদের শহরে
কোলকাতার সহরটাতে,-
                         ঘুরবো দুজনাতে।
ঝলমলে ওই আলোর মাঝে,সখী,-
                         দেখি তোর মুখটাকে।
আমি যেন দেখি নক্ষত্র মাঝে,-
                         পূর্ণ চন্দ্রিমাকে।
শহরের বাবুরা দ্যাখে তোকে,-
                          ফিরে বারে বারে,
মাটির বুকে চন্দ্রমুখী এলো,-
                          কোথা থেকে।
ভুবন মোহিনী হাসি দেখে,-
                          থমকে  দাঁড়ায় পথে,
হীরা-মুক্তা ঝরে পড়ে তোর,-
                          প্রতিটি হাসির কনাতে।
অভিসার অলৌকিত সিগ্ধতায়,-
                          হৃদয়ে ছোঁয়ে যায় মোরে
সমস্ত রূপের শ্রেষ্ঠ বাহার,-
                          নেই কোন মোর ভূল 
সত্যিই তুই সদ্য ফোঁটা,-
                           একটি গোলাপ ফুল। 
তুই যে আমার পরান প্রিয়,-
                          মা দুর্গার দান।
তৃষ্ণা মিটাতে নয়রে,তৃপ্তি পেতেই শুধু
                           তুই যে আমার প্রাণ।
জানি হাজার জনমেও,-
                          হবে না পূরণ,
   এই কাংখিত চাওয়া যে আমার তোরে।।
       ==================
            @...ইয়াসিন/০৩-১০-১০/