কবিতা- সখী যখন শারদ প্রাতে
কলমঃ- ইয়াসিন সেপাই
---------------------------------------------
সখী যখন শিউলি কুড়ায় দুহাত ভরে, শরৎ ভোরে শিশির ফোঁটায় জাফরানী বোঁটায় আদর করে,,

সখী যখন দুধ আলতা রাঙা পায়ে,শিউলি তলায় গুনগুনিয়ে,ঠোঁটের বাঁকে নোলক দুলকে উঠে,,

সখী যখন লাল চন্দনে বিন্দি এঁকে, মনেহয় যেন ভোরের রবি খিলখিলিয়ে হাঁসছে ললাটে,,

সখীর যখন পদ্মলোচন দুইটি পাতার আড়ে, মেঘলা কালো কাজল যেন চিত্রকার এঁকেছে,,

সখী যখন এলো কেশে হালকা দোলায়, যেন কাশ ফুলেরা শারদ আগমনী বার্তা দিচ্ছে,,

সখীর তখন দুইটি আখির সেতমণ্ডলে, যেন শরৎ মেঘের শুভ্র ভেলার আনাগোনা করে,,

সখী যখন লালপেড়ে শাড়িতে, শিশির ভেজা কাশ বোন চুমছে দেখ বারে বারে,,

সখী যখন নরম পায়ে আলতো ছোঁয়ায়, বনফুলেরা রংবেঙে দল বেঁধে খিলখিলিয়ে ফুটে ওঠে,,

সখীর যখন শরীর ভাঁজে দুলে ওঠে, শাড়ির কুচি অঙ্গে তালে নিত্য করে সুন্দরমে,,

সখী যখন শারদ প্রাতে পুষ্পাঞ্জলি থালা হাতে, দুধ আলতা মুখটি লাগে চমকিত রবির কিরণে।।

_______রচনাকাল-20/08/2021
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া=