সময় ও স্রোত
   কলঃ- ইয়াসিন সেপাই
          28/03/2020
============================
সময় এবং স্রোত কাহারো জন্য অপেক্ষা করেন, কথাটা একদম ঠিক।
তবুও আমরা মানুষ সময়কে উপেক্ষা করি,
যেমন ধরুন আমরা কোনো কাজ করতে যাবো হঠাৎ মনে হলো আজ থাক,,কাল বা পরে মিটিয়ে নেব, কিন্তু আমরা জানিনা যে সময় আমার জন্য বা কারুর জন্য অপেক্ষা করে না, সময় স্রোতের টানের মত প্রবাহ..মান।
সময়ের গোলাম আমরা সবাই, সময় কিন্ত কারোর গোলাম নয়! তাই সময় আপন মনে চলতে থাকে।
তাই আমরা সবাই একটু চিন্তা করি যে, সময়কে অবহেলা বা উপেক্ষা করা ঠিক নয়, সময়ের সাথে আমাদের চলা উচিত।
আমরা যারা সময়ের সাথে তাল মিলিয়ে চলি তারা কিন্তু এজগতে সফল মানুষ, কেন জানেন? তারা সময়কে সম্মান করে, সময়ের মূল্য দিয়েছে তার তারা আজ সফল।
কোন দিন শুনেছেন যে কোন মানুষ সময়কে থামিয়ে দিয়েছে ? সময় কিন্তু অনেক মানুষকে থামিয়ে দিয়েছে।
তাই সময় কারুর জন্য অপেক্ষারত নয়।
আবার যদি আপনি আমি সময়ের সাথে চলার চেষ্টা করি, তখন কিন্তু সময় আমাদের সবসময় সাথ দেবে।
সময়ের সাথে আমরা যদি চলতে পারি, তখন সময় কিন্তু আমাদের সাথে বেইমানি করবে না।
সব শেষ একটাই কথা আমার বলার আছে- সময়ের আগে ও ভাগ্যের অধিক আসা করোনা।