#শিশিরের_অভিমান
____________●●●_______________
#কলমে_ইয়াসিন_সেপাই/
________________________
ভোরের শিশির বিন্দুতে চিক চিকিয়ে ওঠে,প্রভাত কিরণ মেখে,স্বপ্ন দেখা সূচনা,
কখনো পায়ের চাপে, কখনো হাতের ছোঁয়ায়,ভেঙে যায় শেষ ভোরে সপ্ন দেখা,
জানিনা মোরা,কি সুখের অপেক্ষাতে,ঘাসের ডগায় অভিলাষে বসে থাকে ওরা.!
প্রশ্ন ছিলোনা আমাদের কাছে,কি আসায় ভোরের শীতল পরশ মাখা ঘাসের ডগায়?
এমনি করেই দিন কাটে ওদের, ভেঙে যায়, শেষ বেলায় পিঁজর মৃত্তিকায়,
আবার নতুন করে আসিবে ফিরে,নিশা শেষে ভোরের মুক্তমালা হইয়া,
কচি কচি ঘাস প্রাণ ফিরে পাবে,শিশির অনুজন্মে সোহাগ জড়াইয়া,
সবুজ ঘাসেরা মাথা দুলিয়া, আলিঙ্গনে চুম্বনে মত্ত হইয়া আনন্দ করিয়া।
এমনি করেই থাকনা,,মুক্তমালা পরশ মাখা অঙ্গে জড়িয়া সারাটা বেলা,
সকালের ঝলমলে রোদের ছোঁয়ায়, স্খলিত হবে যৌবন ভরা শিশির কণা,
কে বলিবে তাহার বুকের কি যন্ত্রনা,স্খলিত হয়ে পড়ে রোজ ভোরের শেষ বেলায়.!
সবুজ দূর্বা জুড়ে সাজায় ওরা অনু বিন্দু দিয়ে ভালোবাসার বাসর সজ্জা।
উন্মুক্ত মনে সবুজ মাঠে ঘাসের ডগায় আলতো ছোঁয়ায় যত তনয়া
কুয়াশা ভরা সবুজ মাঠে,ছুটে যায় তিরতিরিয়ে ভোরের রমণীরা
এমনি করেই রোজ সকালে আদর মাখা সোহাগে নয়নরঁজন দৃশ্য দেখিয়া,
আঙ্গুলের ছোঁয়ায় ললাটে এঁকে নেয় শিশিরের ফোঁটা আদর করিয়া।
________________রচনাকাল- ৩১/১২/২০২০/