~~শিশির বিন্দু দুর্বাতে~~
           ≈≈≈≈≈≈≈≈≈≈≈
           ☆☆☆☆☆☆☆☆
শীতল রূপসী তুমি চমকিত পবিত্র সবনাম,
তোমারই পরশে মোরা ফিরে পেয়েছি জীবন্ত রং..
শিশিরের রূপের অর্চিতে সবুজ গ্রামে আঙিনাতে।

রাঙা মাটির পথের ধারে সবুজ মাঠেতে মোরা-
দুলিয়ে মাথা,এক সাথে আনন্দে করি গান।
দিওনা পায়ের ঘাতে,ছিন্ন করে নিষ্পাপ মোদের প্রাণ ।

মাটি ভেদ করে ফুটয়েছি, কিশলয় বাগান,
সবুজ পাতার পল্লবে পাখিরা গাইবে আনন্দে গান,
ফুলে ফুলে মিলন ঘটাবে প্রিজাপতিদের দল,
মধুর টানে গুন গুনিয়ে সুর তুলিবে সৃষ্টির স্বর্ণকার।

ফুলের সুরভীত ভোরে যাবে বাতাসের মোন ও প্রাণ,
হাতের আলতো পরশ দিয়ে দেখবে কত শত প্রেমিকের দল,,
নতুন প্রভাতে আঁচল পেতে বধূয়া মিলে আলতো ছোঁয়ায়-
ছিঁড়বে মোদের,নব ফোটা ফুল রাখবে আঁচল ছায়ায়,,
কেউ গাঁথিবে পুষ্প মালা,নইলে পূজার পবিত্র থাল।।
         __________________
      ✍️ইয়াসিন সেপাই/১৪-০১-২০২০/