শারদীয়া  
                আগমনী🌷
  ===================

তুমি-
আসবে বলেই, কাশ ফুলেরা ফুটেছে
সবুজের বুক চিরে।
তুমি-
আসবে বলেই, মেঘের ভেলা খেলছে আকাশের বুকে।
তুমি-
আসবে বলেই, দীঘির পদ্ম পুষ্পিত সব অঞ্জলি পেতে।
তুমি-
আসবে বলেই, শিশুর দলছুটেরা আজ কাশের বোনেতে।
তুমি-
আসবে বলেই, শিশির ভোরে  শিউলির ছড়া ছড়ি।
তুমি-
আসবে বলেই, ঢাকিরা সব নিচ্ছে প্রস্তুতি
একাকী।
তুমি-
আসবে বলেই, পাড়ায় চলছে মণ্ডপের কার সাজি।
তুমি-
আসবে বলেই, কুমোর টুলিতে ব্যাস্ত সব প্রতিমা শিল্পী।
তুমি-
আসবে বলেই, ভোরের আকাশে শারদ আগমনী।
তুমি-
আসবে বলেই, আকাশ পটেতে আজ মহামায়ার প্রতিচ্ছবি।
তুমি-
আসবে যখন, দিকে দিকে উঠবে বেজে তোমার পদ ধ্বনি ।
তুমি-
আসবে যখন, সোনার আলোয় সাজবে মোদের পৃথিবী।
তুমি-
আসবে যখন, তাপিত তৃষিত ধরার বুকে জাগবে নতুন প্রাণের বাণী।
তুমি-
আসবে যখন, মৃন্ময়ী মা আবির্ভূতা হয়ে করবে তুমি অসুরবিনাশী।
      =================
       @...ইয়াসিন/ভাদ্র-১৯-১৪২৬