শরৎ তুমি...............?
কাশফুলের শুভ্র আকাশ নাকি মায়ের আগ মনির বার্তা?
তুমি শুধু জগৎ জননী দুখী ছেলে মেয়ের প্রানের আনন্দ উৎসব
ভোরের শিশিরে ভেজা শিউলির মালা
পেঁজা মেঘের নীল আকাশে শিল্পীর আঁকা স্বপ্নের শরৎ কাল?
নাকি আরো কিছু।
মাঠের পরে মাঠে কাশ ফুলের আগমনী
নীল আকাশে পেঁজা মেঘের ভেলার সারী
ভোরের ফোটা শিউলি তলায় ছড়া ছড়ি
পাড়ায় পাড়ায় চলছে মণ্ডপের কার সাজি
কুমোর টুলিতে চলছে অষ্টপ্রহর দিব রাত্রি
কার কত সুন্দর প্রতিমা দেখবে গ্রামগঞ্জ বাসী।
=============
@...ইয়াসিন//30-09-19