শারদীয়ার সুভেচ্ছা
            শরতের আকাশে☁️☁️
~~~~~~~~~~~~~~~~~~~


শরতের ভোরে উঠোনে পোড়ে আছে অসংখ্য শুভ্র উজ্জ্বল শিউলির বিছানা,
রাতের ঝলমলে তারা হয়ে ঝরে পড়ে সিউলিরা
জাফরানী রঙের বোঁটায়,শরতের শিশির বিন্দুর আভা,
ঔজ্জ্বল্য ভরে গেছে যেন শেফালির সাদা অঙ্গেতে।

শিউলি তোমার সৌন্দর্য গাছে থাকাতে নয়
,ঝরে পড়ায়,সৌন্দর্য ফোটে রূপে তোমার,
কেন যে তুমি সূর্য ওঠার আগেই ঝরে পড় সে কারন আজও জানা নেই যে আমার।
শিউলি,,মালা গাঁথা ছাড়া কদর নেই যে তোমার ।

শুভ্র জল হারা মেঘেদের দল শরৎ বার্তা নিয়ে,জানান দেয়, শারদীয়ার আগমনির।
উড়ন্ত হয়ে নীলিমার বুক চিরে রেখে যায় মায়ের পদতলে শারদীয়ার অঞ্জলি।

কাশ বোনের ফুলেরা দোলখায় নদীর
তীরে,
বোনের ধারে গ্রামের প্রান্তে অপরূপ
শোভা ছড়ায় সবুজের বুক চিরে,
শারদীয়া আগমনীর সূচনা নিয়ে।
মাঠে সবুজ ধান ক্ষেতের নয়নাভিরাম দৃশ্য,
মায়ের আগমনির ছোঁয়ায় চাষীদের মাঠে ধানের শীষে।।

শরতের শান্ত ও স্নিগ্ধ রূপ মনে এনে দেয় এক প্রশান্তির পরশ।
দিনের উজ্জ্বল রোদ্দুরের ঝিকিমিকি আর রাতের ধবল জ্যোৎস্নাস্নাত রূপ মনোহরে,
সোনা যায় মায়ের পদধনী মৃন্ময়ীর বুকে  আবার বছর শেষে।।
          ======◆◆=======
      @...ইয়াসিন//২৫-০৯-১৯//