স্বর্ণ মাখা রোদে_
                     দেখবো,তোরে
           =================
কলস কাঁকে গ্রাম্য বধূ,মরাল পায়ে হেঁটে--
জল আনিতে যায়,যমুনার ঘটে,
হেলে দুলে চলন বাঁকে,অঙ্গেরই কায়দায়
ভরা কলস ছোলকে,অববয় ভিজে যায়,
মনের সুখে গুন গুনিয়ে,বাঁকা ঠোঁটে--
অঙ্গেতে সুর তুলিয়া সে চলে ঊর্মি ঢঙে ।

কলস কাঁকে গ্রাম্য বধূ,মরাল পায়ে হেঁটে..

মেঠো পথে ধুল উড়িয়ে গোধূলি লগ্নে,
নিত্য তালে তাল মিলিয়ে,নুপুরে শব্দে,
নাচ মৌয়ূরী নাচের ছন্দে পেখম মেলিয়ে,
মেঠো পথে সুর তোলে কন্ঠে,বাঁশির সুরে,
সুতান মিষ্টি মধুর সঙ্গীত ভোরে ওঠে বাতাসে।

মেঠো পথে ধুল উড়িয়ে গোধূলি লগ্নে...

তোরে আমি বড্ড বাসী ওরে পরুষছিলানি,
ঝিনুক কুলায় মুক্ত ততো, আমি বেসেছি,
সাগর বুক থেকে তোকে, কেড়ে এনেছি,
পানকৌড়ি হয়ে,আমি তোকে তুলে এনেছি
অঙ্গেতে রাখব অহং জড়ায়ে জীবন ভরই।

তোরে আমি বড্ড বাসী ওরে পরুষছিলানি,

রাখবো তোকে জীবন ভর চোখের অন্তে
প্রদীপ ভানু হয়ে তুই,পথ দেখাবি আমাকে,
খোলা বীজন আগলে রেখে,অহং তোকে,
নিভতে দেবোনা, আমি কোন সময়ে,
উষ্ণ তাপে দহন জ্বালা অঙ্গেতে সয়ে,।

রাখবো তোকে জীবন ভর চোখের অন্তে...

সকাল হলেই সেতার ছোঁয়ায় দালান ঘরে
সুর তুলে যাই তোর নামে ছন্দে,
ভোরের কোকিলও কন্ঠ মিলায়ে নিজের মনে
সঙ্গ দেয় আমার সেতারের সুতানে...
প্রভাত রবি উদয় হয় যে,তোর নাম শুনে।

সকাল হলেই সেতার ছোঁয়ায় দালান ঘরে...

স্বর্ণমাখা মিষ্টি রোদে,রাশি রাশি ফুলের বাগে
আলীরা ঘোরে গুনগুনিয়ে,দল বেঁধে,
ওরা সবাই সুর তোলে যায়,তোর নামে।
পরাগ লেপা মধু ভেজা,মিষ্টি ঠোঁটে চুম্বনে,
তোর নামে গান করে,সৃষ্টির স্বর্ণকার-রে ।
    
স্বর্ণমাখা মিষ্টি রোদে,রাশি রাশি ফুলের বাগে..
      _________________________
      =====================
@...ইয়াসিন সেপাই/০১-১২-১৯//
        ____________