===== সাঁঝবাতি হাতে,দুয়ারে=====
–––––––––––––––
কলঃ--ইয়াসিন সেপাই-০৩/০৩/২০
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
একদিন এসেছিল সে আমার দুয়ারে
আমি তখন সাঁঝবাতি হাতে দাঁড়িয়ে,
পারিনি যে তখন আমি তাকে চিনতে,
বসন্তের পলাশ বনে, খুঁজি আমি তারে,
আবির ভরা মুঠো হাতে, পিছন করে,
দেখা পেলে..আবিরে ছুঁয়ে দিতাম তাকে!
একদিন এসেছিল সে আমার দুয়ারে।
মনেতে ফাগুন, আগুন জ্বলা চোখে,
খুঁজি আমি পলাশ বনে, হন্যে হয়ে তারে,
দেখা পেলে মেটাতাম,তাকে জড়িয়ে ধরে,
বসন্তের উৎসবে তাকে যে,বড্ড মনে পড়ে
তখন পারিনিত আমি, প্ৰণয়ী তোমায় চিন্তে!
শিমুল পলাশ বনে দেখা দাও তুমি আমারে,
যেমন একদিন এসেছিলে আমার দুয়ারে।
বসন্তের ফোটা ফুল ঝরেনি এখনো তারা,
এখনো গাহেনি পাখি উদাস করা গান তারা,
এমন অগ্রাসী ঋতু,আমি দেখিনি কখনো যে,
নবীন পল্লবের ফুলে, খুঁজি আমি তোমাকে,
তুমি আসবে তাই চিত্রকার রয় অপেক্ষাতে,
তোমাকে আমাকে প্রাণ ভরে আঁকবে বলে,
যেমন একদিন এসেছিলে আমার দুয়ারে।
বসন্তে কবিরা রচে রঙিন ফুলের ছন্দ,
চিত্রকার আঁকে তেমন বসন্তের ফুলের রঙ্গ
তেমনি আমিও নিজে হাতে সাজাই কুঞ্জ।
তুমি আসবে বলে সাঁঝবাতি জ্বেলে থাকি,
দুয়ারে দাঁড়িয়ে তোমার অপেক্ষাতে আমি।
দক্ষিণ বাতাস পরশ বুলায় আমায় এসে,
মনে হয় তুমি এসেছ আমার দুয়ার প্রান্তে।।
●●●●●●●●●●●●●●
============কলঃ-ইয়াসিন সেপাই