কবিতা- স্বাধীনতার প্রফুল্লতা
কলমঃ-ইয়াসিন সেপাই
---------------------------------------
যেদিন...ব্রিটিশ হতে স্বতন্ত্র ছিনিয়ে এনেছিল.. বিরাঙ্গিনী মায়ের বীর সন্তানরা-----
সেদিন...শহীদের মা রক্তে ভেজা আঁচল দুই হাতে নিয়ে,,হাসি মুখে বলেছিল স্বাধীন তোমরা,
সেদিন...স্বদেশ মাটি রক্ত বুকে নিয়ে, চিৎকার করে বলেছিল,শহীদের রক্তে আজ স্বাধীন মোরা।
যেদিন...ব্রিটিশ হতে স্বতন্ত্র ছিনিয়ে এনেছিল.. বিরাঙ্গিনী মায়ের বীর সন্তানরা-----
সেদিন...পুব আকাশের কোনে,উজ্জলিত হয়ে ভেঁসে- উঠেছিল রবির ছটায় তিরাঙ্গা রং,
সেদিন...এক গুচ্ছ শুভ্র পায়রা অধরে বহন করে উড়িয়ে ছিল বিজয় নিশান।
যেদিন...ব্রিটিশ হতে স্বতন্ত্র ছিনিয়ে এনেছিল বিরাঙ্গিনী মায়ের বীর সন্তানরা------
সেদিন...সবুজ ঘাসে-রা মাথা দুলিয়ে স্যালুট করেছিল স্বাধীন পতাকার সম্মান,
সেদিন...ভোরের পাখিরা গেয়ে উঠেছিল হৃদয় গাথা বিজয়ের গান বন্দে মাতারাম।
যেদিন...ব্রিটিশ হতে স্বতন্ত্র ছিনিয়ে এনেছিল বিরাঙ্গিনী মায়ের বীর সন্তান-----
সেদিন...স্বদেশ আকাশ জুড়ে লেখা ছিল রামধনু রঙে মেরা ভারত মহান,
সেদিন...শান্ত নদী উচ্ছলিত হয়ে কিনারায় আছড়ে পড়ে বলেছিল হামারা হিন্দুস্তান।
যেদিন...ব্রিটিশ হতে স্বতন্ত্র ছিনিয়ে এনেছিল বিরাঙ্গিনী মায়ের বীর সন্তান-----
সেদিন...উত্তাল নদীর বুক চিরে তিরতিরিয়ে ছুটে ছিল পালের তরী নিয়ে মাল্লা ভাই,
সেদিন...স্বদেশ আকাশ জুড়ে শুভ্র মেঘেরা দলে দলে ছুটেছিলো স্বাধীন মনে যে যার।
যেদিন...ব্রিটিশ হতে স্বতন্ত্র ছিনিয়ে এনেছিল বিরাঙ্গিনী মায়ের বীর সন্তান-----
সেদিন...জীর্ণ কুঠিরেও উত্তোলন হয়েছিল স্বাধীন ভারতের বিজয় নিশান,
সেদিন...পূর্ণচন্দ্রের মোত চমকিত হয়েছিল ভারত মানচিত্র বিশ্ব দরবারে আবার।
যেদিন...ব্রিটিশ হতে স্বতন্ত্র ছিনিয়ে এনেছিল বিরাঙ্গিনী মায়ের বীর সন্তান-----
সেদিন...অলিতে গলিতে ধ্বনিতে কথিত মুখে আস্ফাকুল্লাহ ও ক্ষুদিরাম সুভাষ বীর নাম।
সেদিন...শহীদ বেদির কোলে হাজার মা ফুল রেখে বলেছিল আবার জন্ম দেব এমন সন্তান।
যেদিন...ব্রিটিশ হতে স্বতন্ত্র ছিনিয়ে এনেছিল বিরাঙ্গিনী মায়ের বীর সন্তান------
সেদিন...বোমার ঘাতে নীড় ভাঙা পাখিরা ফিরে ছিল নতুন ঘর বুননের আসায়,
সেদিন...বারুদ গন্ধ মুক্ত বাতাসে,দম ভরে শ্বাস নিয়ে, ঘাস ফড়িং এর দল উড়েছিল যে যার।
যেদিন...ব্রিটিশ হতে স্বতন্ত্র ছিনিয়ে এনেছিল বিরাঙ্গিনী মায়ের বীর সন্তান------
সেদিন...মাঠে,খুরপি হাতে, ছুটে ছিল চাষীর দল শস্য শ্যামলে ফসলি খেত ভরাতে,
সেদিন...সোনার গাঁয়ের বধূরা ঘুমটার আড়ালে গেয়ে উঠেছিল নবান্ন উৎসবের গান রিহার্সালে।
যেদিন...ব্রিটিশ হতে স্বতন্ত্র ছিনিয়ে এনেছিল বিরাঙ্গিনী মায়ের বীর সন্তানে------
সেদিন...অত্যাচারী অবসানে দুটি আঁখি বেয়ে গড়িয়ে পড়েছিল আনন্দ বারি,
সেদিন....ওলিতে গলিতে একটাই বাণী উচ্চারিত মুখে রক্ত দিয়ে ছিনিয়ে এনেছি স্বাধীন।