শিরোনাম- রঙ্গিন বিষণ্ণ
কলমঃ-ইয়াসিন সেপাই/
তাং- 31/08/2023
বেদনা ভরা চোখে অশ্রু বিন্দু, পৃথিবীর মাটিতে যখন গড়িয়ে পড়ে,হাজার প্রশ্নের বীজ বুনে যায়.!
আকাশের বিশাল সামিয়ানায় যখন জমাট বাঁধা কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে, জমিন বুকে সজীবতার বীজ বুনে যায়,
চাঁদের আলো জোৎস্না যখন পৃথিবীকে আলিঙ্গন করে, আঁধারের বুকে স্বপ্ন বুনে যায়,
রাতের আকাশে সাজানো নক্ষত্র মালা মিট-মিটে আলো গুলো, দৃষ্টি গোচরে মিলিয়ে যায়,
পৃথিবীর বুকে ভোরের রবি যখন হেসে ওঠে পুব আকাশে, শান্তির বার্তা মনের কল্পনায় সাজিয়ে দিয়ে যায়,
গোধূলি বেলায় পশ্চিম কোনে দিনের রবি ক্লান্ত হয়ে যখন ঢলে পড়ে আকাশের কোলে, স্মৃতি গুলি ছেড়ে যায়,
উড়ন্ত প্রজাপতি ডানা মেলে ফুলে ফুলে আলিঙ্গনে শেষে পরাগ মিলনে, প্রেমের কবিতা লিখে যায়,
জমিন বুকে সবুজের সমাহারে ফুলের বাগিচায় গুঞ্জরিয়া মৌমাছি যৌবনি রসে তখন মাতাল হয়ে ফিরে যায়,
পুস্ফুটিত ফুল সুগন্ধি ভরানো বাগানে কত ফুলের সুতোয় গাঁথা মালা সৌভাগ্য হয় না,
কাঁটা ভরা পাতার মাঝে রঙ্গিলা গোলাপ প্রেমের সূচনা করে যায় কোন সে সুগন্ধি নিয়ে.?
________©️-®️ রচনাকাল/৩০/০৮/২০২৩
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া