রক্তিম চোখে
আগ্নেগিরি কন্যা..
=====================
আঁখিতে আজ আগ্নেগিরি
যেন লালচে গাঢ় লাভা,
চোখে-তে আজ প্রণয়িনীর
দেখা যায় হটাৎ কেন রক্তিমা।
তপ্ত শৈল লাভায় আজ
যেন মনে হয় সর্বনাসিনি,
সর্বনাশী আঁখিতে যেন
পশ্চিমে সিঁদুরে মেঘের দৃষ্টি।
রাগিনীর ধূসর উড়ন্ত কেস গুচ্ছ গুলি
মনে হয় উঠবে ঝড় মরুর বুকে এখুনি,
উড়ন্ত বালু গুলি হবে দিক বে দিক
নাগর হারা হয়ে রেগে আছে যেন রাগিনী।
@....ইয়াসিন/২৫-৮-১৯