🙏রবীন্দ্র জন্মতিথি শ্বরণে 🙏
        ❤️❤️❤️❤️❤️❤️❤️
কলমে- ইয়াসিন সেপাই/০৮-০৫-২০
-------------------------------------------
২৫-সে বৈশাখের প্রাতে অমরধামে,
      পুবের কোনে দেখা যায় রবি কবিকে।
প্রতি রবীন্দ্র জয়ন্তিতে প্রণাম জানায়,
       সকলে এই দিনটিতে,প্রিয় মোর কবিকে।
দেখিনি আমি কখনো সমীপে কাছে,
       জগৎ শ্রেষ্ঠ, বিশ্ব কবি রবীন্দ্রনাথকে।
প্রতিদিন আকাশে খুঁজে যাই রবিকে,
     জানি তুমি আছো,নক্ষত্রের ভিড়ের মাঝে।
বিশ্ব রবির প্রেরণা না থাকলে,রচিত না,
    আমাদের অবিদিত কবির ভাঙা কলমে।
কবিতা তোমারই দান হে বিশ্ব রবি কবি,
    জগতে শ্রেষ্ঠ যত রচিত'পদ্য,রবি তোমারই।
জগৎ মাঝে নাই বা থাকিলে সশরীরে কবি,
   রবির কবিতা,নক্ষত্র হয়ে জ্বলছে মিটি মিটি।
হে মহান কবি,জগৎ কাব্য বীর রবি তুমি,
    তোমাকে জানাই আমরা প্রণাম শত কোটি।