পুরুষের আড়ালে_____  
                    উর্বশীর কথা___
  __________________________
        @...ইয়াসিন/২৬-০৭-১৯      
        _____________________
কি দেখছো তুমি আমায় অমন করে
বলবে কিছু-
মনের কথা আমার সনে গোপনে?

হাঁ বলবো-
      ~~~
না-কৈতে পারা কহা গুলো তোহরে সনে আজ কৈব।

বলো এবার-
তোমার না-বলা কথা গুলো আমার সনে
বারান্দায় দাঁড়িয়ে থেকে বোলবে।

বলছি গো-
        ~~~
মোরে দেখতে দাও,তোহরে মোনভরে আড়াল থেকে,
দেখছি আমি অনেক দিন পরে তোহরে অমন করে।

হয়েছে দেখা-
নাকি এমনি করেই কাটাবে বেলা,আমায় তুমি দেখে,দাঁড়িয়ে আড়াল থেকে?

আহিত কি তাতে-
            ~~~~~
যাক না এই ভাবে দিবাভাগ কেটে তোহরে দেখিতে দেখিতে।
খুব যে মোরে ভাল্লাগে,মোর চোখের আলয় তোহরে ছবি রাখতে।

প্রশ্ন মোরে কৈরো না-
                ~~~~~
মোর না কৈতে পারা কহা গুলো নিয়ে,
কৈব আমি যখন তোহরে,
মোরে দ্যাখবি দূর থেকে আঁখি বারী ঝরছে দুই নয়নে।

কেন এ কথা বল্লে?-
তবে কেন দেখো আমায় আড়াল হতে,
পুরুষের চোখে আড়াল হবে যদি,
তবে কি হবে উর্বশী সেজে থেকে ?

এখনো কি সময় হলো না তোমার,
না বলার কথা গুলো বলার,
বলবে যখন বলেই ছিলে,
সময় কেন তুমি নিচ্ছো বার বার ?

ওগো পুরুষ মরদ-
         ~~~~~~
ধৈর্য তোহরে নাই রে পুরুষ মেয়েমানুষের দেখা দেখলেই পোহরে,
ধৈর্য যোহদি নাইবা তোহরে কেন পিছন ফিইরা দ্যাখিস বারে বারে।
  ~~~~~~~~~~~~~~~~~
না বলা কহা গুলো বলবো পোরে...
           ______________