পুরুষের অধিকার
                   নারীর সম্মান__
     ~~~~~~~~~~~~~~~~~
     ~~~~~~~~~~~~~~~~~

নারী তুমি-
পেতে কোথায়,তোমার রূপের গরিমা
পুরুষের কামনা যদি না হতো,তোমায় তার দেখার ?
             ~~~~~~~~~
নারী তুমি-
পেতে কোথায় মনের অভিলাষ, অলঙ্করণ হবার,
পুরুষ যদি না ফিরে দেখতো তোমায়, কখনো একবার?
            ~~~~~~~~~
নারী তুমি-
পেতে কোথায়,কবরী-তে ফুলের বাহার,
পুরুষ যদি না বাগানে,ফুল ফোটাতো বারে বার?
            ~~~~~~~~~
নারী তুমি-
পেতে কোথায়,কুমারী নামের নিস্তার,
পুরুষ যদি না করতো পরিণয় মানবী, তোমায় তার?
            ~~~~~~~~~
নারী তুমি-
পেতে কোথায়,রাঙা রঞ্জিত সিঁথি তোমার,
পুরুষ যদি না সিঁথিতে সিঁদুর দিত তোমায় একবার ?
           ~~~~~~~~~
নারী তুমি-
পেতে কোথায়,পতিব্রতা মানবী নাম তোমার,
পুরুষ যদি অর্ধাঙ্গ না হতো কখনো তোমার,
           ~~~~~~~~~
নারী তুমি-
পেতে কোথায়,মা ডাক সোনার অধিকার,
পুরুষ যদি স্পর্শ না করতো কখনো, তোমায় একবার?
            ~~~~~~~~~
            ~~~~~~~~~
নারী তুমি- 
পুরুষের হৃদপিন্ডের একটি মহাখন্ড 
তুমিহীনা এই জীবন মোরা যেন মহাঝটিকায় লন্ড-ভন্ড ।।
           ~~~~~~~~~
নারী তুমি-
সম্মানীত আজ,পুরুষ যুগের অলঙ্কার,
পুরুষ তোমায় দিয়েছে তাই,এত কিছুর অধিকার।
                ~~~~~~~~~
               ============
     @...ইয়াসিন//রচনাকাল/০৪-০৯-১৯