#পুরোনো_পাতা_থেকে
_______________★★★_______________
#কলমে_ইয়াসিন_সেপাই/
_________________★_________________
দেখেছি-শান্ত নদীর বুক চিরে,ঝড় বয়ে যেতে,
শুনেছি-নবপল্লবের ছিন্ন যন্ত্রনা,বেদনার সুরে,
দেখেছি-নীড় ভাঙা পাখির ঝটপটানি,পাখনাতে,
শুনেছি-কালো মেঘের গর্জন,অকাল ঘোর বর্ষণে।।
দেখেছি-নিশী আধারে,ঝলসানো রুটি যেন চন্দ্রিমা,
শুনেছি-নিশাচর প্রাণীদের,হারানোর কান্নার যন্ত্রনা,
দেখেছি-রাতের আকাশে সাজানো,নক্ষত্র খসে পড়া,
শুনেছি-রাতের কুঠিরে,চাপা স্পর্শানুভূতির কান্না।।
দেখেছি-ফুটপাতে,ক্ষুদার্থের যন্ত্রণার কান্নার নিনাদ,
শুনেছি-দীনহীন ঘরে,হাঁড়ির ফুটন্ত জলের হাহাকার,
দেখেছি-রাস্তার দুয়ারপ্রান্তে,চাওয়া পাওয়ার দুই হাত,
শুনেছি-বিহীনতা চোখে,গড়িয়ে পড়া জলের দীনতা।
দেখেছি-ভেঙে যাওয়া হৃদয়,জাহির মুকুর সমীপে,,
শুনেছি-শব্দ,সেকেন্ডে বহাত্তুর বার কম্পিত চিত্তের,,
দেখেছি-না বলতে পারা কষ্টগুলো,চোখের কোনে,
শুনেছি-পাঁজর ভাঙার শব্দ,দীর্ঘশ্বাসে মিশে যেতে।।
দেখেছি-পুরোনো খাতার পাতায়,কবিতা লেখাছিল,,
শুনেছি-আজ শেষ প্রান্তে দাঁড়িয়ে থেকে,চেনা কন্ঠে,,
দেখেছি-সব শেষে পুরোনো স্মৃতির পাতা বারে বারে,,
শুনেছি-দাঁড়িয়ে মেলাতে পারিনি কোনো কিছুতেই।।
দেখেছি-কত কিছু বলিনি,কোন দিনও কাউকে,,
শুনেছি-দোল খাওয়া বাতাসের শব্দ,ভয় ছিল মনে,
দেখেছি-তবুও দাঁড়িয়ে ছিলাম,আপনজন ভেবে,,
শুনেছি-নত হয়ে অজানা কিছু কথা ফেরত হিসাবে।।
___________রচনাকাল- ০৬/০১/২০২১/