প্রাজ্ঞা ব্যাক্তি
         কলঃ- ইয়াসিন সেপাই
               06/04/2020
      ★★★★★★★★★★★★★
জ্ঞানী ব্যাক্তিরা কখনো কারোর প্রশংসায় মুখরিত বা আনন্দিত হয়না কথাটা একদম ঠিক।
সে তার আপন মনে ভেবে চলে, সমাজকে আমি কি দেব, কি দিলাম। আমি কি পেলাম সে একটি বারের জন্যে মনে ভাবে না, এটাই তার সেরা।
সে সদা সময় ব্যাস্ত থাকে আমার কাছথেকে কে কি আসা করছে, সেটা নিয়ে সে মনের মধ্যে ভাবনা চিন্তা গড়ে তোলে। এবং সেই চিন্তা মাথায় নিয়ে সমাজকে অনেক কিছু দেবার চেষ্টা করেছে বা দিয়েছে।
আজ আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী হয়ে পরীক্ষায় পাস করেছি, ভাল ডিগ্রির আসায়।
জ্ঞানী বেক্তি পড়াশোনার মাঝেও বাহির জগতের কথা চিন্তা করে, সমাজে কি হচ্ছে সমাজ কি নিচ্ছে, এই সমাজ আগামী দিনে কি রূপ ধারণ করবে এই সব চিন্তা নিয়ে সদা সময় ব্যাস্ত থাকে, এটাই হচ্ছে মহৎ গুনের পরিচয়,
একজন জ্ঞানী ব্যাক্তি নিজের কলমের মাধ্যমে হোক, বা অর্থের মাধ্যমে হোক, নিজের শিক্ষার জ্ঞানের ভান্ডার থেকে অনেকটা সমাজকে দান করে যায়।
সেই জ্ঞানী ব্যক্তির দান করা জ্ঞান থেকে সমাজে পিছিয়ে পড়া দুস্থ মানুষের উপকারের
কাজে আসে আর একটা মানুষের সাহায্যের হাত ধরে।
জ্ঞানী ব্যাক্তি নির্লভ নিরহংকারী হয়, তারা সমাজকে দিয়ে গিয়েছে জ্ঞানের ভান্ডার উজাড় করে।