কবিতা- #_প্রেমিক_মনে_লুব্ধ_পরশ
কলমঃ-ইয়াসিন সেপাই/yeasin seapoy/
_____________04/11/2022
তোমার শিশির ভেজা শীতল ঠোঁটে,বাঁকা স্মিত কবলে, প্রজাপতি দল বেঁধে, ডানার ভরে উড়ছে,পরাগ চুমতে,
তোমার নয়না কাজল বিবর্ণতা,যেন প্রেমের কবিতায়, প্রেমিক মনে, স্বপ্নের জাল বুনেছে,
তোমার চন্দনের ওই ললাট টিপে যেন প্রভাত কিরণ দ্যুতি আভা,প্রেমিক মনের জানালা ভেদ করেছে,।
তোমার ওই কালো কেশের শীতল বারি,ঝরে পড়ছে, প্রেমিক দুই ঠোঁটের গাভীর হৃদয় কূপে,
তোমার ওই নাকের নোলক ফাগুন বেলায়, দক্ষিণ বাতাসে দোলা দিয়ে যায়, প্রেমিক হৃদয় কুঠিরে,
তোমার ওই ঝুমকা জবা দক্ষিণ দোলায়, প্রেমিক মনে তুফান বেগে ঝড় তুলেছে,
তোমার ওই লাল পেড়ে শাড়ির রঙে,পলাশ বনে যেন প্রেমিক দোলের উৎসবে মেতেছে।
তোমায় ওই আলতা রাঙা চেরি পায়ে নুপুর শব্দে, বোনের পাখিরা সব,ঘুম ঘুম চোখে উঠে পড়ে--
পাখিরা সুরে সুরে গানের মেলার আসর বসেছে।
তোমার ওই কঙ্কনেরই ঝুম ঝুম শব্দে, সেতার গুলো প্রেমিক মনে সুরে সুর মিলিয়েছে,
তোমার ওই দুই ঠোঁটের গুন গুন গুঞ্জরীতে,বোনের যত অলি-রা সব ছুটেছে ফুলের বাগে।
ফুলের বাগে গোলাপ পাপড়ি গাছের পাতার ফাঁকে উঁকি ঝুঁকি-তে ভিড় জমেছে,
ফুলের মালঞ্চে ফুলের সুরভী ছড়িয়ে দিয়েছে, তোমার আসার খুশির অনিন্দে।
জোৎস্না রাতে,চাঁদের আলো,মেঘের কোলে মুখ ঢেঁকেছে তোমার রূপের বর্ণনাতে,
আকাশ প্রদীপ আলোক রশ্নি ছড়িয়ে, ভিড় করেছে, চাঁদের আঙিনাতে তোমায় দেখবে বলে।।
__________রচনাকাল- ৩১/১০/২০২২/
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/